কালিয়ায় অগ্নিদগ্ধ হয়ে সাড়ে পাঁচ’শ মুরগীর মুত্যু

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২০, ০৩:২৮ এএম

নড়াইলের কালিয়ায় একটি মুরগীর খামারে ভয়াবহ অগ্নিকা-ে সাড়ে ৫ শতাধিক মুরগীর মৃত্যুসহ খামার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার কলাবাড়িয়া গ্রামের কামাল হোসেন তালুকদারে পোল্টি মুরগীর খামারে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খামার মলিক জানান, বুধবার রাত ৩টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুরগীর খামারের পাশের লোকজনের শোর চিৎকার শুনে খামারের অদুরে বসবাসকারি ওই মালিক খামরে ছুটে যান। ততোক্ষণে খামারের ৫৫০টি মুরগীসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW